প্রচীনকালে এক সময়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে "পঞ্চায়েত" প্রধান এবং পরবর্তীতে ইউনিয়ন "প্রেসিডেন্ট" বলা হত। আনুমানিক ১৯৩৬ সালে ব্রিটিশ শাসনামলে "পঞ্চায়েত প্রধান" প্রথার শুরু হয় । তবে পঞ্চায়েত প্রথার প্রথম পঞ্চায়েত প্রধান কে হন তা সঠিকভাবে জানা যায়নি । ১৯৫০ সালে প্রথম ইউনিয়ন "প্রেসিডেন্ট" আইন শুরু হয় । আনুমানিক ১৯৫১ সালে প্রথম প্রেসিডেন্ট হন উজানী ইউনিয়নের উজানী গ্রামের বাবু অমূল্য পাঠক । তারপর ১৯৫৬ সালে উজানী ইউনিয়নের মহাটালী গ্রামের বাবু হরবিলাশ মন্ডল গ্রাম প্রেসিডেন্ট এর দায়িত্ব পালন করেন। ১৯৬০ সালে পাকিস্তান শাসনামলে গ্রাম প্রেসিডেন্ট এর পদকে ইউনিয়ন "চেয়ারম্যান" পদ ঘোষনা করা হয় । তবে পাকিস্তান শাসনামলে আনুমানিক ১৯৬১ সালে প্রথম ইউনিয়ন চেয়্যারম্যান নির্বাচিত হন বাসুদেবপুর গ্রামের বাবু নিহার রঞ্জন দাস । তারপর পর্যায়ক্রমে একই গ্রামের বাবু ফেলারাম বালা চেয়ারম্যান ছিলেন । তারপর বাবু নারায়ন বিশ্বাস এবং তিনিই মুক্তিযুদ্ধকালীন সময়ে অত্র ইউনিয়নের চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) ছিলেন । ১৯৭১ইং সালে বাংলাদেশ স্বাধীন হয় । এরপর পর্যায়ক্রমে বাবু ধীরেন্দ্রনাথ রায়(১৯৭৩-১৯৭৬ ইং, জনাব আবুল খায়ের মোল্যা (১৯৭৬-১৯৮৫ ইং), জনাব আবু তালেব মোল্যা (১৯৮৫-১৯৯২ ইং), বাবু রক্ষিৎ চন্দ্র মৃধা (১৯৯৩-১৯৯৮ইং), বাবু দীনেশ চন্দ্র মন্ডল (১৯৯৮ হতে ২০০৩ ইং), বাবু শ্যামল কান্তি বোস (১০/৪/২০০৩ হতে ২০১১ইং), বাবু দীনেশ মন্ডল ২৪/০৭/২০১১ইং হতে বার্তমান পরিষদের চেয়ারম্যান ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস