Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উজানী ইউনিয়নের ইতিহাস

প্রচীনকালে এক সময়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে "পঞ্চায়েত" প্রধান এবং পরবর্তীতে ইউনিয়ন "প্রেসিডেন্ট" বলা হত। আনুমানিক ১৯৩৬ সালে ব্রিটিশ শাসনামলে "পঞ্চায়েত প্রধান" প্রথার শুরু হয় । তবে পঞ্চায়েত প্রথার প্রথম পঞ্চায়েত প্রধান কে হন তা সঠিকভাবে জানা যায়নি । ১৯৫০ সালে প্রথম ইউনিয়ন "প্রেসিডেন্ট" আইন শুরু হয় । আনুমানিক ১৯৫১ সালে প্রথম প্রেসিডেন্ট হন উজানী ইউনিয়নের উজানী গ্রামের বাবু অমূল্য পাঠক । তারপর ১৯৫৬ সালে উজানী ইউনিয়নের মহাটালী গ্রামের বাবু হরবিলাশ মন্ডল গ্রাম প্রেসিডেন্ট এর দায়িত্ব পালন করেন। ১৯৬০ সালে পাকিস্তান শাসনামলে গ্রাম প্রেসিডেন্ট এর পদকে ইউনিয়ন "চেয়ারম্যান" পদ ঘোষনা করা হয় । তবে পাকিস্তান শাসনামলে আনুমানিক ১৯৬১ সালে প্রথম ইউনিয়ন চেয়্যারম্যান নির্বাচিত হন বাসুদেবপুর গ্রামের বাবু  নিহার রঞ্জন দাস । তারপর পর্যায়ক্রমে একই গ্রামের বাবু ফেলারাম বালা চেয়ারম্যান ছিলেন । তারপর বাবু নারায়ন বিশ্বাস এবং তিনিই মুক্তিযুদ্ধকালীন সময়ে অত্র ইউনিয়নের চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) ছিলেন । ১৯৭১ইং সালে বাংলাদেশ স্বাধীন হয় । এরপর পর্যায়ক্রমে বাবু ধীরেন্দ্রনাথ রায়(১৯৭৩-১৯৭৬ ইং, জনাব আবুল খায়ের মোল্যা (১৯৭৬-১৯৮৫ ইং), জনাব আবু তালেব মোল্যা (১৯৮৫-১৯৯২ ইং), বাবু রক্ষিৎ চন্দ্র মৃধা (১৯৯৩-১৯৯৮ইং), বাবু দীনেশ চন্দ্র মন্ডল (১৯৯৮ হতে ২০০৩ ইং), বাবু শ্যামল কান্তি বোস (১০/৪/২০০৩ হতে ২০১১ইং), বাবু দীনেশ মন্ডল ২৪/০৭/২০১১ইং হতে বার্তমান পরিষদের চেয়ারম্যান ।