আজ ৩০ জুন এডিপি বিশেষ(২০১৭-১৮) এর মাধ্যমে ১৪নং উজানী ইউনিয়ন পরিষদ এর উদ্যোগে "বিনামূল্যে চিকিৎসা সেবা" কার্যক্রমের আয়োজন করা হয় । এ কার্যক্রমে উজানী ইউনিয়নের প্রায় ২০০০জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয় । চিকিৎসা সেবার পাশাপাশি মিনি প্যাথলজিতে রক্তের গ্রুপ ও ডায়বেটিস ইত্যাতি পরীক্ষার ব্যবস্থা করা হয় । অত্র ইউনিয়নের ধর্মরায়েরবাড়ি গ্রামের কৃতি সন্তান বর্তমান গোপালগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. তরুন মন্ডল সহ প্রায় ২০ জন বিশেষজ্ঞ(শিশূ, গাইনী, মেডিসিন, দন্ত, অর্থপেডিক ইত্যাদি) ডাক্তার দ্বারা সেবাটি প্রদান করা হয় । এছাড়া অত্র ইউনিয়নের কিছু সংখ্যক সরকারী চাকুরীজিবীসহ সকল স্বাস্থ্য সহকারী ও পরিবার পরিকল্পনা কর্মী এ কার্যক্রমকে সহায়তা প্রদান করেছে । অত্র ইউনিয়নে সুযোগ্য চেয়ারম্যান কৃষিবিদ বাবু শ্যামল কান্তি বোস সার্বিক পরিচালনা করেছেন ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস