Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বন্যাহাটি গ্রামে রাস্তায় ইট বিছানোর কাজ সমাপ্ত হয়েছে ! রাস্তার বেহাল দশা !
বিস্তারিত

উজানী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন বাসুদেবপুর গ্রামে অবস্থিত । এই ইউনিয়ন পরিষদ ভবন থেকে পূর্ব দিকে বন্যাহাটি, পাটিকেলবাড়ী ও বরমপাল্টা এই তিনটি গ্রাম ছিল পুরোপুরি বিচ্ছিন্ন। এমনকি বছরে ১২মাসের ৮মাসই ইউনিয়ন পরিষদে আসতে তাদেরকে নৌকা ব্যবহার করতে হত । ইউনিয়ন পরিষদ ভবন থেকে বন্যাহাটি বাবু নারায়ন চন্দ্র মণ্ডলের বাড়ীর দক্ষিন প্রান্ত পর্যন্ত অর্থ্যাৎ পাটিকেলবাড়ী গ্রাম পর্যন্ত কাঁচা মাটির রাস্তায় ইট বিছানোর কাজ সমাপ্ত হয়েছে । তবে বাবু নারায়ন চন্দ্র মণ্ডলে বাড়ীর উত্তর পাশে খাল সংলগ্ন রাস্তার বেহাল অবস্থা । ইট গড়িয়ে খালে পড়ছে । সূত্র- সুজিত মণ্ডল, উদ্যোক্তা, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র, উজানী।

ছবি
ডাউনলোড