একদা এক বেকার ছেলে কিভাবে আত্ম কর্মসংস্থান করবে তা ভাবতে থাকে প্রতি নিয়ত । সে ভাবে প্রতিদিন আমারা অনেক ব্যয় করি বহুভাবে । হঠাৎ এক দিন তার মাথায় উদ্ভাবনী চিন্তা জাগল । সে ভাবল একটি কম্পিউটার তার বেকারত্ব ঘুচাতে পারে । একসময়(২০০৮ সাল হতে) সে প্রতিদিন ২০ টাকা করে সঞ্জয় করতে থাকে । ৪ বছর ধরে প্রতিদিন ২০টাকা সঞ্চয় করে অবশেষে একটি কম্পিউটার ক্রয়করে । অতপর একটি কম্পিউটার এর দোকান দিয়ে সে তার বেকারত্ব দূর করে ।
সুজিত মন্ডল
উদ্যোক্তা
ইউনিয়ন ডিজিটাল সেন্টার(UDC),
উজানী ইউপি, বাসুদেবপুর, মুকসুদপুর, গোপালগঞ্জ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস