গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের বাসুদেবপুর বাজারে মৃত্যুঞ্জয় মণ্ডলের ঔষধের দোকানে ২রা আগষ্ট রাত ১১টা ৩০মিনিটের সময় পুলিশ তল্লাশি চালায়। প্রায় আধা ঘন্টা তল্লাশি চালিয়ে পুলিশ দোকানের ক্যাশ টেবিলের নিচে একটি ময়লাযুক্ত অব্যবহৃত ঔষধের খালি কার্টুন থেকে কনটিন নামক একটি কাগজের প্যাকেটে শুকনো পাতা মোড়ানো অবস্থায় পাওয়া যায় । ধারনা করা হয় যে তা গাজা নামক মাদকদ্রব্যের পাতা । পুলিশ দোকানদার মৃত্যুম মন্ডলের কাছে সেগুলো কোথা এল জানতে চাইলে তার স্ত্রী সুচন্দা বলেন আমরা কিছু জানিনা । যারা আপনাদের মোবাইলে ইনফরমেশন দিয়েছেন তাদের কাছু জিজ্ঞাসা করুন। পরে পুলিশ স্থানীয় স্বাক্ষী হিসেবে উজানী ইউনিয়নের গ্রাম পুলিশ আউয়াল শেখসহ আর ও স্থানীয় ব্যক্তির স্বাক্ষর নেয় সাদা কাগজে এবং মৃত্যুমঞ্জয় মণ্ডলকে ধরে নিয়ে যায় ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS